‘ধ্বনির সম্পদ আছে আমাদের চেতনার গভীরে যে ধ্বনিতে দীপ্ত হয় চিরচেনা প্রিয় কন্ঠস্বর’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম তিন যুগে পদার্পণ উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা আগামীকাল ও ১০ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার বোধনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিকাল ৪টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর থাকছে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সুহৃদবৃন্দর অংশগ্রহণে প্রদীপ প্রজ্জ্বালন, আবৃত্তি, গান, নৃত্য, বাদ্য ও কথামালা। দ্বিতীয় দিন ১০ জানুয়ারি বোধনের প্রয়াত সভাপতি ও অধ্যক্ষ রণজিৎ রক্ষিতের জন্মবার্ষিকীতে তাঁকে উৎসর্গ করে নিবেদিত হবে শিশু-কিশোরদের আবৃত্তি, শ্রুতি নাটক ও গল্প বলা অনুষ্ঠান। এদিন অংশ নেবেন বোধন ও তারুণ্যের উচ্ছ্বাসের শিশু-কিশোররা। গল্প শোনাবেন শিল্পী তামান্না তিথি। দুইদিনব্যাপী আয়োজনে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।