বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির ১ম সভা গতকাল বৃহস্পতিবার সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে মরহুম আলহাজ্ব সূফী ফজল আহমদ গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আলহা শফিকুল ইসলাম ফারুকের পরিচালনায় মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি এম এ সবুর, সহ-সভাপতি এস এম শামসুদ্দিন, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিঃ এর চেয়ারম্যান ও নির্বাহী সদস্য শামসুল আলম শামীম, সহ-সম্পাদক শাহজাহান সূফী, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য নোমান আল মাহমুদ, শহীদুল আলম খসরু, গোলাম মনছুর, মো. মুজিব ম্রাট, শেখ সরওয়ার্দী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। নাটাবের কল্যাণে যারা অবদান রেখে প্রয়াত হয়েছেন তাঁদের আত্মার মাফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং যে সকল সদস্যবৃন্দ এখনও দানের মাধ্যমে অবদান রাখছেন তাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় সাবেক সাধারণ সম্পাদক এম.এ.সবুর বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩১ জানুয়ারি সমিতির অভিষেক অনুষ্ঠানের আয়োাজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরে নাটাবের বহুতল ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












