বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোসলেম খান ও প্রয়াত লেখিকা জেসমিন খানের কনিষ্ঠপুত্র মুনতাসির ইমতেহাদ খান মুনের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৮ জানুয়ারি। এ উপলক্ষে কাল বাদ আসর জেসমিন খান ফাউন্ডেশনের উদ্যোগে ২২ নং মোমিন রোডস্থ জে এম প্যারাডাইস টাওয়ারে নিজ বাসভবন ও শাহ আমানত (রহ.) দরগাহ সংলগ্ন আর -রেফায়ী এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।