ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশের যে নাগরিকরা। দেশটিতে ৪ মাসেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে ম্যাক্রোঁ অংশ নেবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা না এলেও তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রবল। জনমত জরিপগুলোতেও ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকার চিত্র মিলছে। এর মধ্যই মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে টিকা না নেওয়াদের একহাত নেন ম্যাক্রো। তিনি বলেন, যারা টিকা নেননি, আমি সত্যিই তাদের মাথা খারাপ করে দিতে চাই। শেষ পর্যন্ত এটা আমরা অব্যাহত রাখবো, এটাই কৌশল, সংবাদমাধ্যম লো পারিজিয়াকে দেওয় সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেন। এখনও কোভিডের টিকা নেননি তাদের মাথা খারাপ করে দিতে চান তিনি। খবর বিডিনিউজের।
সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত বছর ফ্রান্সে হেলথ পাসের প্রচলন হয়, যার কারণে কোভিড শনাক্তকরণ পরীক্ষার ‘নেগেটিভ’ ফল বা টিকা নেওয়ার প্রমাণপত্র ছাড়া দেশটিতে কেউ রেস্তোরাঁ, ক্যাফে বা অন্য কোনো ভেন্যুতে ঢুকতে পারছেন না।