ওমিক্রনে ভারতে প্রথম মৃত্যু

হোম আইসোলেশনে সময় কমলো

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের দ্রুত সংক্রামক নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণায়লের এক কর্মকর্তা ওই ব্যক্তির করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। খবর বিডিনিউজের।
কোভিড-১৯ মোকাবেলায় একটি সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। এতে মৃদু এবং উপসর্গহীন রোগীদের জন্য হোম আইসোলেশনের সময় ১০ দিন থেকে কমিয়ে সাত দিন করা হয়েছে। অর্থাৎ, করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার পর রোগীদের কমপক্ষে সাত দিন বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। সাতদিন পর ওই ব্যক্তি তার হোম আইসোলেশন শেষ করার ঘোষণা দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, টানা তিনদিন শরীরে জ্বরের কোনো লক্ষণ থাকা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধটিকা না নেওয়াদের মাথা খারাপ করে দিতে চান ম্যাক্রোঁ
পরবর্তী নিবন্ধকাজাখস্তানে সরকার পতন