শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিএনএস আবু উবাইদাহ’ দেশে ফিরেছে। গতকাল বুধবার জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে ভিড়েছে। নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্রপরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়। এ সময় বানৌজা ঈসা খানের অধিনায়কসহ স্থানীয় নৌ কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।
বিএনএস আবু উবাইদাহ প্রশিক্ষণে অংশ নিতে শ্রীলংকা এবং মালদ্বীপ সফরে গিয়েছিল। জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামানের নেতৃত্বে ২৭ কর্মকর্তাসহ ২৪৮ জন নৌ সদস্য উক্ত প্রশিক্ষণে অংশ নেন। জাহাজটি এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠাকল্পে গত ১৪ ডিসেম্বর জাহাজটি সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছিল।