সুচরিত চৌধুরীর স্মরণসভা গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। নাট্যমঞ্চ, চট্টগ্রাম এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা। নাট্যজন সনজীব বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং অধ্যক্ষ রীতা দত্ত। দ্বিতীয় পর্বে ছিলো সুচরিত চৌধুরীর কবিতা পাঠ ও নাটকের পাঠ অভিনয় এবং বাঁশির সুর। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন নাট্যকর্মী শাহরিয়ার হান্নান। প্রেস বিজ্ঞপ্তি।