তিন বছরের শিশু সাদ। হাসি আর ছোটাছুটিতে সারাক্ষণ মাতিয়ে রাখতো বাড়ি। গতকাল বুধবার সকালে তার ভাসমান দেহ পাওয়া গেল বাড়ির কাছে পুকুরে। আনাছ চৌধুরী সাদ নামে এই শিশু উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের সাহেদ চৌধুরী পুত্র। তার স্বজনরা জানিয়েছে, সকাল ১০টার দিকে প্রতিদিনের মত ঘরের বাইরে খেলতে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে না দেখে খুঁজতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। ফুটফুটে শিশু সাদের মৃত্যুতে তার পাড়ায় শোকের ছায়া বিরাজ করছে।