ওমিক্রন সংক্রমণ আরও ভয়ঙ্কর রূপ ডেকে আনতে পারে

সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে নতুন উদ্বেগের ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন রূপ ওমিক্রন সংক্রামক হলেও তার ক্ষতি করার ক্ষমতা কম বলে অনেকেই ধারণা করছেন। কিন্তু ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন কর্মকর্তা ক্যাথরিন স্মলউড সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের বিপরীত প্রতিক্রিয়া হতে পারে।
তিনি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। সংক্রমণের হার বিপুল হারে বাড়ছে। তবে এর প্রকৃত প্রভাব এখনও স্পষ্ট নয়। প্রবল সংক্রমণের মধ্যেই জন্ম নিতে পারে করোনার আরও ভয়াবহ কোনও রূপ, আশঙ্কা স্মলউডের।
ইউরোপে অতিমারি শুরুর সময় থেকে মোট ১০ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত বছরের শেষ সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০ লক্ষ। স্মলউড জানিয়েছেন, এখন ব্যক্তিগত স্তরে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে। তবে ডেল্টার তুলনায় ওমিক্রনের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এই পরিস্থিতিই নতুন করে কোনও রূপের জন্ম দিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে ৮৯২ রোগী শনাক্ত, ১৪ সপ্তাহের সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধওমকারের কী দোষ!