দেশে এক দিনে ৮৯২ রোগী শনাক্ত, ১৪ সপ্তাহের সর্বোচ্চ

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে নয়শর কাছাকাছি পৌঁছে গেছে; নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার ৪ শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর, সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। খবর বিডিনিউজের।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯০ জন। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ; বুধবার তা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৮ সেপ্টেম্বর; সেদিন প্রতি ১০০ পরীক্ষায় ৪ দশমিক ৪৮ জনের কোভিড পজিটিভ এসেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার তথ্য এসেছিল, মৃত্যু হয়েছিল ৬ জনের। সেই হিসেবে তার পরের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ১১৭ জন। গত একদিনে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৭৩৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮২ শতাংশের বেশি। দেশের ২৯টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। মারা যাওয়া ষাটোর্ধ্ব তিন নারীর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধমৎস্য খামারের টং ঘরে কিশোরের ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধওমিক্রন সংক্রমণ আরও ভয়ঙ্কর রূপ ডেকে আনতে পারে