আনোয়ারার বারশত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। মোহাম্মদ আমিনুল হক চৌধুরী নামের ওই স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বী অপর এক প্রার্থীর নাম উল্লেখ করে এই অভিযোগপত্র দায়ের করেন।
নির্বাচন কমিশনে দাখিলকৃত অভিযোগপত্রে মোহাম্মদ আমিনুল ইসলাম উল্লেখ করেছেন, দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন এবং দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে সমাজসেবা করেছেন। এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তার প্রচুর জনসমর্থন দেখে অপর একজন চেয়ারম্যান পদপ্রার্থী প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এতে তিনি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বলে উল্লেখ করে নির্বাচন কমিশন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি উল্লেখ করেন, হুমকিদাতা উক্ত চেয়ারম্যান পদপ্রার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।