পেছন ফিরে দেখলে দীর্ঘ পথের মতো পড়ে আছে ২০২১ সাল। এই পথের ধুলোবালিতে মিশে আছে ব্যর্থতা, প্রাপ্তি, সুখ-দুঃখ। আমি কাজ ভালোবেসে করি বলে অন্য জটিলতাকে চোখে কম দেখি। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন। আর সেটা কোনো কিছুর বিনিময়ে না। এটা আমাকে ভালো অনুভূতি দেয়। দায়িত্বশীল করে, কৃতজ্ঞ করে। আসলে নিজের জীবন সুন্দর করলেই কেবল অন্যের জীবন সুন্দর করা সম্ভব। নিজেকে ভালো না বাসলে আরেকজনকে ভালোবাসা যায় না। মানুষ হিসেবে পরিষ্কার হওয়াটা জরুরি। একজন মানুষ হিসেবে এসব বোধে অনুপ্রাণিত আর এর অনুশীলন আমি ব্যক্তিগত জীবনে করি। প্রাপ্তি-অপ্রাপ্তির কোনো ভাবনা মমর জীবনে নেই। তা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, অপ্রাপ্তি, অভিযোগ, না পাওয়া, খেদ বলে কোনো শব্দ আমার জীবনের অভিধানে নেই। কারণ আমি যা করেছি, যা পেয়েছি, যা পাইনি-তার সবটাই আমার। বস্তুগত পাওয়ার দরকার আছে।