দেখতে দেখতে জীবন নামক বৃক্ষ থেকে ঝরে পড়ল আরও একটি নতুন বছর। জীবন বৃক্ষ গজালো আরো একটি নতুন কুঁড়ি ২০২২। ঝরে যাওয়া বা বিদায়ী বছর আমাদের জীবন থেকে যেমন কেড়ে নিয়েছে অনেক ঠিক তেমনি দিয়েছিল প্রচুর। ২০২১ সালে আমরা হারিয়েছি যেমন আমাদের অনেক আপনজন ঠিক তেমনি করে আমরা হারিয়েছি আমাদের অনেক সামাজিক ঐতিহ্য। প্রতিটি জিনিসেরই দুইটা দিক থাকে ভাল-মন্দ। প্রাকৃতিক নিয়মে কেটে গেল একটা বছর। ফেলে আসা ২০২০ থেকে শুরু করে আজ অবধি আমরা যেমন যুদ্ধ করেছি করোনা মহামারির সাথে তা আজও নতুন নতুন রূপে অব্যাহত। অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ, রাজনৈতিক দুরবস্থার কারণে বেকারত্বসহ বিভিন্ন সমস্যা সমাজে নেমে এসেছে বিস্তর বিশৃঙ্খলা। আবার ঠিক তেমনি শিখিয়েছে স্রোতের বিপরীতে টিকে থাকতে। তবুও আমরা বিভিন্ন দুঃখ কষ্ট ভুলে নতুন করে বাঁচতে নতুন বছরে স্বপ্ন দেখবো। শুধু বছরের প্রথম দিন নয়, আগামী প্রতিটি দিন যেন সবার সুখে কাটে, সকলের মন থেকে হিংসা-দ্বেষ পালিয়ে যায় বহু দূর। তার জায়গা নিক সততা, বিশ্বাস ও ভালোবাসা। পৃথিবীতে আজ ভালোবাসার সত্যিই খুব প্রয়োজন। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি, ভালো থাকুক পৃথিবীর মানুষ সহ সকল প্রাণী। শত্রুকে মিত্র করে, পরাজয়কে জয় করে, ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করে, মনকে শুদ্ধ করে, বিবাদকে বিদায় দিয়ে, হাতে হাত মিলিয়ে, মনের সঙ্গে মন মিলিয়ে, মনের কলুষতা দূর করে, ভালোবাসায় জীবনকে ধন্য করে আমরা সানন্দে বরণ করব ২০২২ সাল কে। ২০২২ সালের প্রথম সূর্য রশ্মি ঝলমলিয়ে দিবে আমাদের নতুন বছর। পৃথিবী মুক্তি পাক ওমিক্রনের আক্রমণ থেকে, করোনামুক্ত হোক আমাদের বিশ্ব, ফিরে যাক আগের রূপে। মানুষে মানুষে বাড়ুক ভাতৃত্বের বন্ধন, দৃঢ় হোক সামাজিক ও পারিবারিক বন্ধন। শুভ হোক ২০২২ সাল।
লেখক : প্রাবন্ধিক