পুরাতন যত জীর্ণতার গ্লানি মুছে দিতে, নব সৃজনের পথে সুন্দরের লগন তিথিতে, হে নূতন, জানাই তোমায় স্বাগতম! এসো সুখ-সম্ভারে এ ‘তাপিত ধরায়, প্রকৃতির সবুজ শ্যামল অঙ্গে অঙ্গে, তব আগমনে সব পত্র-পল্লব সেজে উঠুক অসীম প্রাপ্তির সজ্জায়। জীব আর জড়তে মাতিছে হরষে, তোমার মৃদুল পায়ে আগমনী সন্দেশে। পিঠা, পায়েস তৈরির ধূম পড়েছে প্রায় প্রতিটি ঘরেতে, শপিং মল জমজমাট, লিফট- এর দুয়ারে বেজায় ভিড়; হাল ফ্যাশনের জামা-কাপড়, গয়না-ঘাঁটি আগতদের ঠোঁটে মুচকি হাসি -দেখায় অতি মুগ্ধকর।
পথে যেতে যেতে চকিতে দৃষ্টি মেলি-ফুলের সুবাসে মাতোয়ারা হয়ে, ভ্রমর আসে গুনগুনিয়ে; ঝিঁঝিঁর ডাক সান্ধ্য-বাতাসে দোল দিয়ে যায় স্বপ্নচারিনী বেশে।
পুরাতনের বিদায় আর নবীনের আগমনী লগনে, নিবিড় মগ্নতার সুর উঠে হৃদয়ের স্পন্দনে। অবিরাম চলে কলহ সংঘাত, রেষারেষি, প্রীতির বন্ধন তবুও টিকে আছে পাশাপাশি; আলো আঁধারের লুকোচুরি খেলায়, শীত আসে নব সৃষ্টির সওগাত সনে; রবিকে আড়ালে ঢেকে, কুয়াশার চাদর জড়িয়ে, নূতন ভোর তাকায় দু’নয়নে দু’হাজার বাইশের শুভাগমনে, একগুচ্ছ স্বপ্নের বিভোরতায়, সুখের উচ্ছ্বলতায়।
লেখক : কবি