বিতর্ক -উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সম্মাননা

লায়ন্স ক্লাব অফ হিল ভিউ ও লিও জেলা কাউন্সিলের যৌথ আয়োজন

| শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সেবা মাসের অংশ হিসাবে লায়ন কামরুন মালেক বিতর্ক ও লায়ন গাফফার দোভাষ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ হিল ভিউ ও লিও জেলা কাউন্সিল, জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশ। ‘মানবতায় মানবসেবায়’ নিয়ে স্লোগানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবন রোকেয়া হালিমা হলে গত ২৯ ডিসেম্বর এ প্রতিযোগিতার আয়োজন করে। লিগ পদ্ধতিতে ২০টি লিও ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উন্নত পরিবহণ ব্যবস্থা একমাত্র উপায়’ এবং উপস্থিত বক্তৃতার বিষয় ছিল ‘২০৩০সালে বাংলাদেশ’। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লিও ক্লাব অফ ক্লাসিকস ও রানার আপ হয় লিও ক্লাব অফ ইম্পেরিয়াল সিটি। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হন লিও ক্লাব অফ ক্লাসিকসের লিও তাহারিমা ফেরদৌস। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন লিও ক্লাব অফ ইম্পেরিয়াল সিটির লিও জয়নাল আবেদিন। বিতর্ক ও উপস্থিত-বক্তৃতা প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করেন লায়ন আরিফ আহমদ। বিচারকের দায়িত্ব পালন করেন লায়ন সায়মা ও লায়ন সিহাব। প্রতিযোগিতা শেষে জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, পিডিজি লায়ন কামরুন মালেক বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে প্রথমে শপথ বাক্য পাঠ করেন লিও হাজেরা খাতুন আঁখি। এ পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন লিও আতিক শাহরিয়ার সাদিফ।
অনুষ্ঠানের ২য় পর্বে লায়ন্স ক্লাব অফ হিল ভিউর পক্ষ থেকে পিডিজি লায়ন কামরুন মালেক ও প্রয়াত পিডিজি লায়ন গাফফার দোভাষকে মরণোত্তর অ্যাওয়ার্ডের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাব অফ হিল ভিউর পক্ষ থেকে পিডিজি লায়ন মনজুর আলম মঞ্জুকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন মনজুর আলম মঞ্জু, জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, ১ম ভাইস জেলা গভর্নর শেখ শামশুদ্দিন আহমেদ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন আশরাফুল আলম আরজু, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন নূর মোহাম্মদ বাবু, লিও ইরফান মোস্তাফা। সমাপনী বক্তব্য দেন, লিও আফীফা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের কাছে এসএসসি পরীক্ষার ফল হস্তান্তর
পরবর্তী নিবন্ধনদীর লিরিক ১৩