শীত ও পথশিশু

মোঃ রাজিব হুমায়ুন | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

শীত-
পথশিশুর কানে বাজে
বিষাদ মাখা গীত।

এই-
হিম বাতাসে কাপে দেহ
উষ্ণ কাপড় নেই।

হাত-
দাও বাড়িয়ে সহায়তার
করো দৃষ্টিপাত।

পণ-
করো আজই শীতের কাপড়
দিবে ধনীজন।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের সাপাহার শাখা ও নজুমিয়া হাট শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধআনন্দ ঘর