মাদক, দাম্পত্য কলহ কিংবা বিচ্ছেদ-এগুলো নিয়েই সামপ্রতিক সময়ে সংবাদে এসেছেন তুমুল জনপ্রিয়তা দিয়ে শুরু করা নোবেল।
গত মে মাসে ‘মহেরবান’ গান নিয়ে দ্বন্দ্বে জড়ান তিনি। নানা ঘটনার পর সেটি মুক্তিও পায়। মুখ থুবড়ে পড়ে গানটি। এর পরের কয়েক মাস নারী, মাদক, বিচ্ছেদ ও মামলায় কেটেছে তার। ছিল না গান নিয়ে তেমন কোনও প্রচারণা। তাই বলা যায়, অনেকটা হুট করে সামনে এলো এই তরুণের নতুন গানচিত্র ‘আশ্বাস’।
গত ২৪ ডিসেম্বর এটি বস মাল্টিমিডিয়া নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটির কথা লিখেছেন আবদুল্লাহ আল মামুন। আর সংগীত ও সুরে আছেন সালমান জেইম। এর ভিডিওটিতে অংশ নিয়েছেন নোবেল নিজেই। ২৪ ডিসেম্বর গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে লেখেন, সবাইকে ‘আশ্বাস’ গানটি শোনার অনুরোধ রইল। শুনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন প্রিয়জনের সাথে।