গ্রেপ্তার, হয়রানিতে নাগরিকের নিরাপত্তা হুমকিতে : খসরু

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা ইলিয়াস খানকে গ্রেপ্তারের ঘটনাকে মিথ্যা দাবি করে এর নিন্দা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরীর আকবর শাহ এলাকায় সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস খানের বাসায় যান। সেখানে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িতদের যারা তুলে নিয়ে যাচ্ছে, অস্ত্র ধরিয়ে দিয়ে গ্রেপ্তার দেখাচ্ছে তারা কারা, সেটা খুঁজে বের করা দরকার। এভাবে গ্রেপ্তার একজন সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য চরম হুমকি। আমি তার (ইলিয়াসের) নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মন্‌জুর আলম চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, আকবর শাহ বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইনু, নুর আকবর কাজল, রেহান উদ্দীন প্রধান, আলী আজম, শহীদ উল্লাহ ভূইয়া, জামাল কোম্পানী, নূর চৌধুরী, মো. আক্কাস, আবদুল হানিফ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা জমির উদ্দীন, হাবিবুর রহমান, মো. সেলিম উদ্দীন, মো. আলাউদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীতের পিঠা বিক্রি করে সংসার চালান পারভিন
পরবর্তী নিবন্ধব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে