সৃজনশীল মেধা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) রজতজয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী উৎসব গত ২৪ ডিসেম্বর প্রথম দিন চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। গত ২৫ ডিসেম্বর নগরীর একটি হোটেলে উৎসবের সমাপনী অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এবং জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম। সভাপতিত্ব করেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে সিইউডিএসর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সৃজনশীল মেধা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপাচার্য শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে নিয়মিত বিতর্ক চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহবান জানান। তিনি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিইউডিএসের পাবলিক রিলেশন সেক্রেটারী সারাহ বিনতে চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল আসাদ, সাজিত রহমান ও মরিয়ম জাহান সায়মা। বিচারক ছিলেন আবদুল্লাহ আল আসাদ, নাকিব বিন ইসলাম ও মিনহাজুল ইসলাম।সিইউডিএস’র বার্ষিক সাধারণ সভায় হাসিব খানকে সভাপতি এবং জান্নাতুন নাঈম পৃথা কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি সমুদ্রবন্দর হবে অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী মাইলফলক
পরবর্তী নিবন্ধচমেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম