চমেকের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম চমেকের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান। সম্প্রতি চমেক বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স’ অনুষদের ডিনের দায়িত্ব পান। গতকাল চমেকের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগে পেলেন। এর আগে দীর্ঘ দিন ধরে উপাধ্যক্ষের এ পদ শূন্য ছিল। নিয়োগ আদেশ পেয়ে গতকাল দুপুরেই উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীল মেধা বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধমাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর