চলতি মাসে যুক্তরাজ্যের হাই কোর্ট জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে সায় দিয়ে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। গত বৃহস্পতিবার তিনি এ আপিল করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জয় পায় যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর দেওয়া ওই রায়ে হাই কোর্টের বিচারক টিমোথি হলরোয়েড বলেছিলেন, ওয়াশিংটনের তরফ থেকে যেসব ‘আশ্বাসে’ দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট। ওই প্রতিশ্রুতিতে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে কলোরাডোয় তথাকথিত হাই সিকিউরিটি জেলে পাঠানো হবে না।