বিশ্বে করোনায় মৃত্যু ৫৪ লাখ ছাড়াল

অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর : অক্সফোর্ডের গবেষণা

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৫৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ২৮৭ জনে। খবর বিডি/বাংলানিউজের। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন নয় লাখ ৭১ হাজার ৫৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৪২ জনে। গতকাল শুক্রবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।
অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর : এদিকে বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার বুস্টারসহ তিন ডোজের একটি কোর্স বেশ কার্যকর বলে দাবি করেছে ওষুধনির্মাতা কোম্পানিটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাব গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অক্সফোর্ডের এই গবেষণাটি এখন পর্যন্ত অন্য গবেষকদের দ্বারা যাচাই শেষে স্বীকৃত কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি, তবে গবেষণার এই ফলের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার দুই প্রতিদ্বন্দ্বী বায়োএনটেক ও মডার্নার দাবির মিল রয়েছে। এই প্রতিষ্ঠানদুটিও তাদের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছে। অক্সফোর্ডের এই গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন ডোজ নেওয়ার পর ওমিক্রনের বিরুদ্ধে যে সুরক্ষা মেলে, তা ডেল্টার বিরুদ্ধে টিকার দুই ডোজের সুরক্ষার প্রায় সমান।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে হস্তান্তরে ব্রিটিশ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল অ্যাসাঞ্জের
পরবর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ব্যাডমিন্টন কমিটি গঠিত