চট্টগ্রামবাসীর দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, শ্রমের ফসল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। আজ থেকে ২৫ বছর পূর্বে চট্টগ্রামে যে গাছটি রোপণ করা হয়েছিল তা আজ পত্র পল্লব, ফুলে ফলে সুসজ্জিত। আর সেই গাছটিই হচ্ছে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র। ১৯৯৬ সালে ১৯ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে চট্টগ্রাম অঞ্চলের মাটি ও মানুষের সুখ-দুঃখের কথা, নানা খবরাখবর আলোচনা প্রকাশের পাশাপাশি শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য, কৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ শুরু হল। তা আজ ইলেকট্রনিক মিডিয়ার অন্যতম গণমাধ্যম হিসেবে প্রচার হতে চলেছে। শুরুতে চট্টগ্রাম কেন্দ্রের দেড় ঘণ্টার অনুষ্ঠান পর্যায়ক্রমে এর সম্প্রচার ৬, ৯ ও ১৮ ঘণ্টার সম্প্রচার এখন থেকে দিনরাত চব্বিশ ঘণ্টা সম্প্রচার শুরু হচ্ছে। তাছাড়া বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বহির্বিশ্বেও সম্প্রচার শুরু হয়েছে ২০১৯ সালের ১ জুলাই থেকে। তাই আজকের গৌরবময় এই দিনটি চট্টগ্রাম মানুষের জন্য শুধু বড় প্রাপ্তি নয় বড় সম্পদও। কিন্তু শুরু থেকে ব্যবস্থাপনা ত্রুটি, আর্থিক সমস্যা, উন্নয়নের ধীর গতিসহ হাজারো সীমাবদ্ধতার মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছে। তা চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় অর্জন। চট্টগ্রামের নতুন ইতিহাস সৃষ্টি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সংস্কৃতি বিশ্বব্যাপী উপস্থাপন, দর্শকের মন জয় ও অনুষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ করবে।