মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে মায়ের সঙ্গে অভিমান করে মনি বেগম (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে ঈদগাঁ বউবাজার এলাকার কালামিয়া কন্ট্রাক্টরের বাড়ির আবছার কলোনীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মনির সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি থেকে তুমুল ঝগড়া হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে ঘুমের ওষুধ সেবন করে মনি। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৫০
পরবর্তী নিবন্ধআপেল ঘোষণায় আমদানি, বন্দরে ৬৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ