স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্যোগে শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মেট্রোপলিটন শুটিং ক্লাব, চট্টগ্রামের সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর। আয়ার শিপিং সার্ভিসের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় শুটিং ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, পুনাক, সিএমপি, চট্টগ্রামের সভানেত্রী শরমিন জাহান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম সহ মেট্রোপলিটন শুটিং ক্লাবের সদস্যবৃন্দ।












