প্রকৃতির ছোয়া পেতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত বান্দরবানে ঢল নেমেছে পর্যটকদের। টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জেলার দর্শনীয় স্থানগুলো। জেলা শহরসহ রুমা, থানচি, আলীকদম, রোয়াংছড়ি উপজেলার সবগুলো আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউজ এবং সরকারি রেস্ট হাউজগুলোর কোথাও কোনো রুম খালি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা সদরের আশপাশের আশপাশের পাহাড়ি পল্লীগুলোতে পাহাড়িদের মাচাংগুলোকে অর্থের বিনিময়ে থাকার বিকল্প স্থান হিসাবে বেছে নিচ্ছে পর্যটকরা। স্থানীয় পাহাড়িরাও অর্থের বিনিময়ে তাদের রাত্রিযাপন এবং খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন।
জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচল, মেঘলা, চিম্বুক, শৈলপ্রপাত, নীলদিগন্ত, দেবতাকুম, নীলগিরি, বগালেক, ডিমপাহাড়, তমাতুঙ্গী, রেমাক্রীসহ সবগুলো দর্শণীয় স্থানেই এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকরা ছুটে বেড়াচ্ছে কখনো নীলাচলের ভিউ পয়েন্ট, মেঘলা ঝুলন্ত সেতু, ক্যাবলকার, চিম্বুক পাহাড়ে, প্রান্তিক লেকের পানিতে প্যাডেল বোটে, সাঙ্গু নদীতে ইঞ্জিন বোটে। আবার কখনো ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের প্রকৃতির গাছগাছালির মাঝে মনোরম পরিবেশে।
পর্যটকরা জানান, প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বান্দরবানে। এ যেন অন্যরকম ভালো লাগায় ছুঁয়ে যায় মনপ্রাণ। তবে কদিনের ছুটিতে পর্যটকদের বাড়তি চাপে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। আবাসিক হোটেলগুলোতে সিট পাওয়া যায়নি এবং যানবাহনের সংকটেও ভোগান্তি বাড়িয়েছে। কিন্তু সব ক্লান্তি দূর হয়ে গেছে প্রকৃতির স্পর্শে।
এদিকে টানা তিন দিনের ছুটিতে বান্দরবান যেন সম্পূর্ণ বদলে গেছে। মনোরম শান্ত প্রকৃতির সৌন্দর্যময় বান্দরবান জেলা পরিণত হয়েছে লোকে লোকারণ্যে। যানবাহনের জ্যাম এবং ব্যস্ত নগরীতে রুপ নিয়েছে জেলা শহর।
জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে যাবতীয় পরামর্শ এবং সহায়তা করছেন ট্যুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানি বন্ধে শৃক্সখলা মেনে ভ্রমণকারীদের ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।