আজ অবসরের ঘোষণা দেবেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

হৃদরোগ সমস্যার কারণে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। আজ ১৫ ডিসেম্বর এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবলকে বিদায় জানাবেন তিনি। অথচ চলতি মৌসুমেই অনেক আলোচনার জন্ম দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। যদিও ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সেঞ্চুরি করলেন সৌম্য সরকারও বিসিএলের জয়ের কিনারায় সেন্ট্রাল জোন