তিন জনের মনে আজ খুব খুশি। অনেক আনন্দ। নিজের গৌরবে অনেক উদ্বেলিত। হবে না! জন্মদিন বলে কথা। ওদের জন্মদিন আজ। সকলে জানে এ কথা। পাড়ার সকলে জানে। গ্রামের সকলে জানে। জানে দেশের সকলে। এমন কি বিশ্ববাসীও জানে তাদের জন্মদিন আজ।
মহা সমারোহে পালন হচ্ছে আজ তাদের জন্মদিন। এই জন্মদিন অত্যন্ত ঝলমলে অত্যন্ত বর্ণিল। সবার এতো এতো ভালোবাসায় এই জন্মদিন আজ অত্যন্ত জাঁকজমকপূর্ণ! তাই তাদের মনে আজ সুখের সীমা নেই।
তারা, মানে কারা? চেনো নি এখনো তাদের? ওহ্ দেখো তো দেখি! তা হলে শোনো। বি, জ, আর য়। তিন জন ওরা। ওরা তিনজন কিন্তু আলাদা থাকে না কখনো! থাকে একসাথে, রয় একসাথে। একসাথে মিলেই কিন্তু ওরা এক সত্ত্বা। এক প্রাণ, এক মন। একসাথে হয়েই ওদের গৌরবের জীবন। এই গৌরবে আর দশ পাড়া গৌরবান্বিত। এই গৌরবে আর দশ গ্রাম গৌরবান্বিত। এই গৌরবে পুরো দেশ গৌরবান্বিত। এই গৌরবে পুরো বিশ্ব মহিমান্বিত।
হ্যাঁ, আজ ষোল ডিসেম্বরে তাদের জন্মদিন। এ দিনে তাদের জন্ম। আর এ দিনে তাদের জন্মের সাথে সাথে আমরা সবাই, পাড়ার সবাই, গ্রামের সবাই, দেশের সবাই পেলাম পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে চির বিজয়ের স্বাদ। চির মুক্তির স্বাদ। এ যেনো এক অনাবিল সুখ-উচ্ছাসের অব্যক্ত কাব্যকথন।
বি, জ, আর য় ওরা একত্রে-একসাথে পরিপূর্ণ এক প্রাণ এক মন, এক আত্মা। একত্রে এক হয়ে এই দিনে ‘বিজয়’ আজ সকলের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত প্রশংসার। ওরা তিনজন মিলে একটা মহৎ শব্দ। ওরা তিনজন মিলে ‘বিজয়’ শব্দটা আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন।
বি, জ, আর য় একসাথে নিজেদের মধ্যে বেশ আনন্দ-খুশি প্রকাশে ব্যস্ত হয়ে পড়ে। একটা সময় য়, বি আর জ’কে বললো, আমরা কিন্তু জাতির অহংকার!
সাথে সাথে বি বলে ওঠে, -‘একুশ’ কিন্তু এই অহংকারের প্রথম ধাপ। এ ক্ষেত্রে ‘একুশ’ই প্রথম সারির পথ প্রদর্শক। একুশের হাত ধরেই তো আমাদের গৌরবের পথ চলা শুরু।
– হুম! এখানে কিন্তু আরো আছে। স্বাধীনতা, ইতিহাস, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, লাল সবুজের পতাকা, এরাও কিন্তু সমান গৌরবের অংশীদার।
– জ বললো, হ্যাঁ একদম ঠিক বলেছো। আমাদের হাসি, আমাদের গান, আমাদের খুশি, আমাদের আনন্দময় সম্মান, এসব আমাদের সবার সম্মিলিত ত্যাগ-তিতিক্ষা-ভাবনার সুখময় ফসল।
– য় বললো, হ্যাঁ সেই তো! এই আমরা কিন্তু সবাই মিলে মিশে এক বাগানের নানান রঙ-বেরঙের ঝলমলে ফুল। আর আমাদের এই নন্দিত বাগানের নাম সোনার বাংলাদেশ।
চারপাশে ঝলমলে আলোকসজ্জার চমকপ্রদ আয়োজন। দিবসের প্রথম প্রহরে তোপধ্বনির উদযাপন। আতসবাজির উচ্ছ্বসিত ঝলকানি। সাজ সাজ রব সর্বত্র জুড়ে। বি, জ, আর য় একসাথে ‘বিজয়’ হয়ে দাঁড়িয়ে থেকে মোহময় এই জন্মদিনের আনন্দময় সযময়কে উপভোগ করে মন ভরে, প্রাণ ভরে।