নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে বাবা-মায়ের সাথে বেড়াতে গিয়ে দ্রুতগামী বাইকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত হয়ে গতকাল সোমবার ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। জান্নাত পতেঙ্গা থানাধীন স্টিল মিল খেজুরতলা এলাকার মো. জসিমের মেয়ে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে বাইকের চালক মেহেদী হাসানকে (২১) আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। মেহেদী হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন
রসুলপুর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
ওসি কবির হোসেন দৈনিক বলেন, গত রবিবার বিকেলে স্টিল মিল এলাকার জসিম, স্ত্রী ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি মোটর সাইকেল পেছন থেকে শিশু জান্নাতকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত তিনটার দিকে হাসপাতালের ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মোটর সাইকেল চালক মেহেদী হাসানকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ আইনে মামলা হয়েছে। মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।