কঠিন সময়ে কঠিন এক সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভ্রমণ ধকল শেষে সাত দিনের রুম কোয়ারান্টাইনে ঢুকে পড়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। তার আগে তাসকিন আহমেদ বললেন, দেশের জন্য সব করতে প্রস্তুত ক্রিকেটাররা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভুলে যাওয়ার মতো ক্রিকেটই খেলছে বাংলাদেশ। বিশ্বকাপে আট ম্যাচ খেলে টাইগাররা জিতেছে মাত্র দুটিতে। সেটাও ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। হারতে হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষেও। তারপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ। এই সিরিজ শেষ হতেই ধরতে হয়েছে নিউজিল্যান্ডের বিমান। সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের জন্য বেশ কঠিন। এদিকে বাংলাদেশের সামপ্রতিক পারফরম্যান্স একেবারেই বাজে বাংলাদেশ দলের। তাছাড়া তামমি ইকবাল, সাকিব আল হাসান খেলছেন না এই সিরিজ। আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ স্বাভাবিক ভাবেই যাননি সফরে। সব মিলিয়ে মনে করা হচ্ছে এই সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে টাইগারদের।











