চট্টগ্রাম শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে মশার প্রকোপ। যেটা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মশা নিধনে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তথাপি কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারেনি। ফলশ্রুতিতে ডেঙ্গুর আক্রমণ শিশু, যুবক ও বৃদ্ধাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে।
মশার প্রকোপ রোধে শুধু কীটনাশক ছিটালে হবে না পাশাপাশি মশার উৎপত্তিস্থল সমূলে উৎপাটন করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু ভাঙ্গা পাত্র, ফুলের টব, খোলা ড্রেন ইত্যাদি মশার উৎপত্তিস্থল, তাই স্থান গুলোতে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও ঘুমানোর পূর্বে মশারির ব্যবহারের নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)’র সম্মানিত মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মশার প্রকোপ দূর করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মো.আবু তারেক
শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।