অ্যাকশন লুকে ‘শান’র পোস্টারে সিয়াম

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

অ্যাকশন সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ৭ জানুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘শান’। এরই মধ্যে পুরোদমে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা। তারই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘শান’-এর নতুন একটি পোস্টার। যাতে অ্যাকশন লুকে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন সিয়াম। খবর বাংলানিউজের।
পোস্টারটি ফেসবুকে শেয়ার দিয়ে ‘পোড়ামন-২’খ্যাত অভিনেতা লেখেন, ‘বাঘ দেখলে কেউ তালি দেয় না। বাঘ দেখলে ভাগে!’ সিনেমাটি নিয়ে তিনি বলেন, করোনা পরবর্তী সেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি সিনেমা।
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’ পরিচালনা করেছেন এম রাহিম। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির কাহিনি লিখেছেন আজাদ খান। ফিল্মম্যানের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। সিয়াম ও পূজা ছাড়াও ‘শান’-এ অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগ্রিসে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেল ইটভাটার কর্মীর ছেলে
পরবর্তী নিবন্ধরং ছড়াল নবান্ন উৎসব