রং ছড়াল নবান্ন উৎসব

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উদযাপন করা হয় নবান্ন উৎসব। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে হরেক রকমের দেশীয় পিঠার সমাহার হয়। পিঠার মধ্যে ছিল দুধ চুই পিঠা, প্রিন্টেড পাটিসাপটা, বিবিখানা, দুধ চিতই, ঝাল পিঠা, তিলের পিঠা, খোলাজা, গুড় দুধের সন্দেশ, চমচম, ভাপা পিঠা, গুড়ের পায়েশ, কালোজাম, জার কেক ইত্যাদি। উপজেলার সর্বস্তরের জনগণ বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত থেকে নবান্ন উৎসব উপভোগ করেন। উৎসব উপলক্ষে স্থানীয় নারীরা কয়েকটি স্টল সাজান।
ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবান্ন উৎসব উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, বিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার নুরে আলম সিদ্দিকী, ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক আমিনুর রশীদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। উপজেলা শতাধিক শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাকশন লুকে ‘শান’র পোস্টারে সিয়াম
পরবর্তী নিবন্ধজ্যোৎস্না রানী দাশ