মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি স্কুল ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সময় বাড়ানোর এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি স্কুল ভর্তিতে ১০ ডিসেম্বর পর্যন্ত এবং বেসরকারি স্কুল ভর্তিতে আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://www.gsa.teletalk.com.bd ) -এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবে ভর্তিচ্ছুরা। এর আগে ২৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৮ ডিসেম্বর। তবে শেষ দিন (গতকাল) এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর তথ্য জানায় মাউশি। সময় বাড়ানোর তথ্য নিশ্চিত করেছেন মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন।
যদিও লটারির সময়সূচি অপরিবর্তিত রয়েছে। মাউশির তথ্য অনুযায়ী- সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। কেন্দ্রীয় ভাবে অনলাইন লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।