ওমিক্রন বেশি সংক্রামক কিন্তু কম মারাত্মক!

এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ফাইজারের টিকা কার্যকর : হু

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের বর্তমান ডেল্টা ধরনটির চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক হতে পারে- এমন আভাস পাওয়া গেলেও এটির গুরুতর অসুস্থতা সৃষ্টির ক্ষমতা কতটা, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে প্রচলিত করোনাভাইরাসের টিকাগুলো ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিতদেরকেও গুরুতর অসুস্থ হবার হাত থেকে রক্ষা করতে পারবে বলে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া টিকা উৎপাদনকারী ফাইজার বায়োএনটেক কোম্পানিও বলেছে, তাদের কোভিড-১৯ টিকার তিনটি ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলা করতে সক্ষম বলে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে। এর আগেকার প্রাথমিক পরীক্ষায় আভাস পাওয়া গিয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত এই ওমিক্রন নামের নতুন ধরনটি ফাইজারের টিকাকে আংশিকভাবে এড়িয়ে যেতে পারে।
গবেষকরা বলেন, টিকা থেকে সৃষ্ট এ্যান্টিবডি ওমিক্রনকে যতটা নিষ্ক্রিয় করতে পারে- তার মাত্রায় খুব বড় পতন দেখা গেছে। কিন্তু মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি সম্পর্কিত পরিচালক ড. মাইক রায়ান বলেছেন, টিকাকে ফাঁকি দেবার ক্ষেত্রে করোনাভাইরাসের অন্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে ওমিক্রন বেশি দক্ষ- এমন কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
ওমিক্রন এখন বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। এক সাপ্তাহিক রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি যত ছড়াবে, হাসপাতালে সেবা নিতে যাওয়া মানুষের সংখ্যা তত বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক মাইকেল রায়ান বলছেন, প্রাথমিক ইঙ্গিত থেকে মনে হচ্ছে ওমিক্রন অনেক বেশি দ্রুত ছড়ায়- তবে সম্ভবত এটি আগের ধরনগুলোর তুলনায় কম বিপদজনক। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ ড. এ্যান্টনি ফাউচিও বলেছেন, প্রাথমিক আভাসে মনে হয় ওমিক্রন হয়তো বেশি সংক্রামক হলেও কম মারাত্মক হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধস্কুল ভর্তির আবেদনে সময় বাড়ল