জয় দিয়ে শেষ করলো চ্যাম্পিয়ন শতদল কল্লোল-কর্ণফুলীর ড্রয়ে রানার্স আপ পটিয়া

সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগের এবারের মৌসুম সমাপ্ত হয়েছে গতকাল। নিজেদের শেষ খেলার আগেই চ্যাম্পিয়নশিপের গৌরব নিশ্চিত করে নিয়েছিল শতদল ক্লাব। গতকাল মঙ্গলবার তারা নিজেদের শেষ খেলায় ২-০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শ্যামল ও নিশাত গোল দুটি করেন। এ জয়ে ৯ খেলা শেষে তারা সর্বাধিক ২৪ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলে শীর্ষস্থান অধিকার করে। তারা একটি মাত্র খেলায় পরাজিত হয়,বাকি ৮টি খেলাতেই জয়ের মুখ দেখে তারা। আগামী ফুটবল মৌসুমে তারা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ নেবে।
এদিকে প্রথম বিভাগ ফুটবল লিগে রানার্স আপ হওয়ার গৌরব পেয়েছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল দিনের প্রথম খেলায় দুই শক্ত প্রতিদ্বন্দ্বী কর্ণফুলী ক্লাব এবং কল্লোল সংঘের মধ্যেকার খেলা ১-১ গোলে ড্র হলে পটিয়ার ভাগ্যে রানার্স আপের গৌরব মেলে। ৯ খেলা শেষে আগে থেকেই ১৯ পয়েন্ট নিয়ে অপেক্ষা করছিল পটিয়া উপজেলা। আর ৮ খেলা শেষে কর্ণফুলী ক্লাব এবং কল্লোল সংঘের সংগ্রহ ছিল ১৬ পয়েন্ট করে। এই দু’দলের শেষ খেলায় যে দল জিতবে তাদের পয়েন্ট হতো ১৯ এবং সে দলের সাথে রানার্স আপ নির্ধারনী ম্যাচে প্লেঅফ খেলতে হতো পটিয়াকে। তবে এই সমীকরনে আর যেতে হয়নি। কল্লোল এবং কর্ণফুলীর গতকালের খেলা ১-১ গোলে ড্র হলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ১৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে যায়। অন্যদিকে কল্লোল এবং কর্ণফুলী উভয় দল ৯ খেলা শেষে অর্জন করেছে ১৭ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে থাকা কর্ণফুলী লিগে ৩য় এবং কল্লোল সংঘ ৪র্থ স্থান অর্জন করে।
গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামের বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে কর্ণফুলী এবং কল্লোল দুই দলই জোর লড়াই দিয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বিতাময় খেলায় উপস্থিত দর্শকরা দারুন উপভোগ করে ম্যাচটি। খেলার প্রথমার্ধে ২৪ মিনিটের সময় কল্লোল সংঘ প্রথম খেলায় এগিয়ে যায়। কর্ণফুলীর কিপার এবং ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে কল্লোল সংঘের কামরান শেখ গোল করে দলকে এগিয়ে নেন (১-০)।
এরপর দু’দলই আক্রমন প্রতি-আক্রমন করে খেলে। কিন্তু তা থেকে আর গোল বের করতে পারেনি। এক গোলে এগিয়ে থাকা কল্লোল দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই কর্ণফুলীর আক্রমণের মুখে পড়ে। কিন্তু সুবিধা করতে পারেনি কর্ণফুলীর আক্রমণ ভাগের খেলোয়াড়রা। এ অর্ধের ২৫ মিনিটে কর্ণফুলী শোধ করে দিতে সক্ষম হয় গোলটি। অব্যাহত আক্রমনের মুখে কর্ণার পায় কর্ণফুলী। কর্ণার থেকে পাওয়া বল হেড দিয়ে জালে জড়িয়ে দেন অভিজ্ঞ দিদারুল ইসলাম সৈনিক (১-১)। খেলার ইনজুরি টাইমে কল্লোল এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল। ফ্রি কিক থেকে বদলী খেলোয়াড় সাইফুর রহমান আসিফ দূরপাল্লার দুর্দান্ত শট নেন। ক্রসবারের নিচ দিয়ে ঢোকার মুখে কর্ণফুলী কিপার ফিষ্ট করে নিশ্চিত গোল রক্ষা করেন। রানার্স আপের গৌরব না পেলেও কর্ণফুলী এবারের লিগে একমাত্র অপরাজিত দল। তারা ৪টি খেলায় জয়লাভ করে এবং ৫টি খেলা ড্র করে। কর্ণফুলীর আরেকটি বড় অর্জন তারা এবারের লিগ চ্যাম্পিয়ন শতদল ক্লাবকে ১-০ গোলে পরাজয় উপহার দিয়েছিল। এবারের লিগে এটাই শতদলের প্রথম এবং একমাত্র পরাজয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের খেলোয়াড় দিদারুল আলম সৈনিক। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মো. নুরুল আবছার।
গতকাল লিগের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান,সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি অজয় দাশ, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, সিডিএফএ নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ ইসহাক, খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, কো-চেয়ারম্যান মাকসুদুর রহমান বুলবুল, সদস্য আকতারুজ্জামান, মো. এনামুল হক, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের নাহিদা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৪.৬৮ কোটি টাকা