আইসিসির নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী দলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লড়াইয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন নাহিদা আক্তার। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজের পর বিশ্বকাপ বাছাইয়েও বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। তারই স্বীকৃতি হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর নভেম্বর মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে আছেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করে আইসিসি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন নাহিদা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। মাত্র ৪.৮১ গড়ে নেন ১১ উইকেট, যার মধ্যে রয়েছে তৃতীয় ওয়ানডেতে ২১ রানে পাঁচ উইকেট। ওই ম্যাচে তার স্পিনে ৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
৩-০ তে সিরিজটি জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা নাহিদা ধরে রাখেন বিশ্বকাপ বাছাইয়েও। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পায় নিগার সুলতানার দল। বল হাতে ২৭ রানে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ২০১ রানে বেঁধে রাখতে ভূমিকা রাখেন নাহিদা। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচেও উজ্জ্বল ছিলেন তিনি। ৭ ওভার বল করে ১৭ রান দিয়ে নেন এক উইকেট।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক বিলিয়ার্ড টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শেষ করলো চ্যাম্পিয়ন শতদল কল্লোল-কর্ণফুলীর ড্রয়ে রানার্স আপ পটিয়া