প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিম, নকিবুল আলম ও মনিকা চৌধুরী বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ দশ প্রতিযোগির মধ্যে স্থান করে নিয়েছে। সম্প্রতি এই তিন শিক্ষার্থী প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাত করেন। এসময় প্রফেসর ড. অনুপম সেন প্লেটোর একাডেমিতে প্রবেশাধিকারের সাথে গণিত জানা সংশ্লিষ্ঠ প্লেটোর বার্তা উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের কাছে গণিত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়নকে টেকসই করতে গণিতের ব্যবহার অপরিহার্য। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ.কে.এম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির।
উল্লেখ্য, এই তিন শিক্ষার্থী আগামী ১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে মেধা তালিকায় থাকা অন্য সাত প্রতিযোগিসহ অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












