১৪ই ডিসেম্বর কালোরাত
দেশ হারালো রত্নদের,
তাঁরাই হলো মোদের গর্ব
স্মরণ করি তাঁদের।
বিজয়ের সেই মুহূর্ততে
শত্রুদের এই নিষ্ঠুরতা,
দেশজুড়ে কত বধ্যভূমি
মনে কত স্মৃতিকথা।
মুক্তিযুদ্ধে তাদের ছিল
অশেষ অবদান,
তাঁরাই ছিল মোদের সাহস
তাঁদের কবিতা, গান।
ডিসেম্বরের ১৪ তারিখ
তাঁদের স্মরণ করি,
তাঁদের চেতনা ও আদর্শে
মোদের জীবন গড়ি।