সরকার বাংলাদেশ জাতীয় সংসদ বিল নং-২৩/২০২০ মূলে কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ এর মাধ্যমে নতুন খণ্ড দশম-ক সন্নিবেশের মাধ্যমে এক ব্যক্তি কোম্পানী গঠন, নিবন্ধন ও পরিচালনা ইত্যাদি বিষয়ে কোম্পানী আইনের ৩৯২ক থেকে ৩৯২ঠ ধারায় সামগ্রীক রূপ রেখা দিয়েছে। আমাদের দেশে ওয়ান পারসন কোম্পানী করা দাবী ব্যবসায়ীদের বহু আগে থেকে ছিল, কারণ এই জাতীয় কোম্পানী ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভারত, হংকং, পাকিস্তান, নাইজেরিয়া, কুয়েত, দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত আছে। এক ব্যক্তি কোম্পানী নিবন্ধনের সুবিধার্থে আইনানুগ কার্যক্রম সমূহ উপস্থাপিত হলো।
এক ব্যক্তি কোম্পানীর বৈশিষ্ট সমূহ এখানে হুবহু দেওয়া হলো:
০১) সীমিত দায়ের অন্যান্য কোম্পানীর মত একব্যক্তি কোম্পানীর সংঘ স্মারক ও সংঘ বিধি থাকিবে, এক ব্যক্তি উদ্যোক্তা হিসাবে স্বাক্ষর করিয়া, নামের ছাড়পত্র সহ ফিস পরিশোধ পূর্বক আইনের বিধান মোতাবেক কোম্পানী গঠন করিবেন।
০২)উক্ত কোম্পানীতে একজন মনোনীত ব্যক্তির নাম ও সম্মতি থাকিবে, যিনি একমাত্র শেয়ার হোল্ডারের মুত্যু কালে বা তিনি পরিচালনায় অসমর্থ হইলে বা অপ্রকৃতিস্থ হইলে, তিনি শেয়ার হোল্ডার হইবেন। মনোনিত ব্যক্তি একক শেয়ার হোল্ডারের পূর্বে মৃত্যুবরন করিলে বা পরিচালনায় অসমর্থ অথবা অপ্রকৃতিস্থ হইলে নির্ধারিত পদ্ধতিতে সম্মতি প্রত্যাহার পূর্বক নূতন ব্যক্তিকে মনোনিত করিতে পারিবেন।
০৩) এই কোম্পানীর পরিশোধিত মূলধন হইবে পঞ্চাশ লক্ষের বেশীও ১০ কোটির কম। অব্যাহতি পূর্ববর্তী বৎসরের বার্ষিক বিক্রয় হইবে অন্যুন ২ কোটি এবং অনধিক ১০০ কোটি।
০৪) উপরের ৩নং শর্তের অধিক মূলধন ও বিক্রয় হইলে ক্ষেত্র মতে এই কোম্পানীকে শর্তপুরন সাপেক্ষে প্রাইভেট বা পাবলিক কোম্পানীতে রূপান্তর করিতে হইবে।
০৫) এই কোম্পানীর শেয়ার হোল্ডারই পরিচালক। তিনি কোম্পানী পরিচালনার নিমিত্তে বছরে অন্তত ১টি পরিচালক সভা করিবেন ও যাবতীয় নিয়োগ পরিচালনা করিবেন।
০৬) অন্যান্য কোম্পানীর মত এই কোম্পানীর ও শেয়ার হস্তান্থর করা যাইবে।
০৭) বার্ষিক হিসাব নিরীক্ষা পূর্বক ১৮০ দিনের মধ্যে নিবন্ধকের নিকট জমা দিবেন। প্রচলিত আইন আনুযায়ী অত্র কোম্পানী ঋণ গ্রহণ ও অবলুপ্তি ঘোষণনা করিতে পারিবেন। এই জাতীয় কোম্পানীর নামের শেষে One Person Company বা OPC শব্দ ব্যবহার করিতে পারিবে
এখানে উল্লেখ্য যে, বর্তমানে আয়কর আইনে বিভিন্ন প্রকার কোম্পানী যেমন, পাবলিকলি ট্রেডেট, প্রাইভেট, ব্যাংকিং কোম্পানী, সমিতি, ব্যক্তিসংঘ, ব্যক্তির জন্য আলাদা কর হার বিদ্যমান কিন্তু ওয়ান পারসন কোম্পানীর জন্য কোন কর হার নির্ধারিত হয়নি। আশা করছি, ব্যক্তি কেন্দ্রিক কোম্পানীর জন্য হ্রাসকৃত হারে করারোপনের ব্যবস্থা ভবিষ্যতে গৃহীত হবে।