বাঙালি শিক্ষা-সংস্কৃতি এবং প্রগতিশীল চিন্তা ও মননে আলোর দিশারী খান সরওয়ার মুরশিদ। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও কূটনীতিক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ভাষা আন্দোলনের সক্রিয় নেতা। শিক্ষকতার পাশাপাশি প্রগতিশীল চিন্তাধারার ধারক ও বাহক হিসেবে আজীবন নানাভাবে সম্পৃক্ত ছিলেন দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে। মননশীল প্রাবন্ধিক হিসেবেও ছিলেন খ্যাতিমান। খান সরওয়ার মুরশিদের জন্ম ১৯২৪ সালের ১ জুলাই কুমিল্লায়। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনার মধ্যদিয়ে শুরু করেন তার কর্মজীবন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে কূটনীতিক হিসেবে পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কমনওয়েলথের সহকারী মহাসচিবের দায়ীত্ব পালন করেছেন। দেশে ফিরে আবার যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবসর গ্রহণের পরও সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই সম্পৃক্ত ছিলেন খান সরওয়ার মুরশিদ। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের নীতিনির্ধারক ও পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন প্রগতিশীল এই রাজনৈতিক বোদ্ধা। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সংকটকালীন সময়ে উজ্জ্বল ভূমিকা রেখেছেন। শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন আজীবন এবং আপোষহীনভাবে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ব্রতী ছিলেন। সমাজ ও রাষ্ট্রের উচ্চ পদে আসীন থেকেও দেশ ও জাতির স্বার্থের প্রশ্নে ছিলেন সম্পূর্ণ নিরপেক্ষ। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাঁকে আজীবন সম্মাননা প্রদান করে। ২০১০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত ফেলো ছিলেন খান সরওয়ার মুরশিদ। পেয়েছেন জাহানারা ইমাম স্মৃতি পদক, কণ্ঠশীলন পুরস্কারসহ অনেক পুরস্কার। তাঁর প্রকাশনা ও সম্পাদনায় প্রকাশিত হতো ‘নিউ ভ্যালুজ’ নামের একটি ইংরেজি পত্রিকা। ‘কালের কথা’ তাঁর উল্ল্যেখযোগ্য প্রকাশিত গ্রন্থ। ২০১২ সালের ৮ ডিসেম্বর প্রগতিশীলতার সংগ্রামে নিবেদিতপ্রাণ যোদ্ধা খান সরওয়ার মুরশিদ প্রয়াত হন।