ওমিক্রন শনাক্ত হলেও লকডাউন হচ্ছে না থাইল্যান্ড

মৃদুল বড়ুয়া, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ৪:১২ অপরাহ্ণ

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘোষণা করেছেন, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া সত্ত্বেও থাইল্যান্ডে কোনো লকডাউন আরোপ করা হবে না।

গত ৩০ নভেম্বর স্পেন থেকে ভ্রমণ করা এক বিদেশী গত শুক্রবার পরীক্ষা করালে ওমিক্রন পজিটিভ শনাক্ত হন যা থাইল্যান্ডে প্রথম ওমিক্রন আক্রান্তের ঘটনা।

মেডিক্যাল সায়েন্স বিভাগ রোগীর নমুনাটি আরও ঘনিষ্ঠভাবে পরীক্ষা করছে যাতে এটি আসলে ওমিক্রন ভ্যারিয়েন্ট কি না তা জানা যায়। এ ফলাফল তিন থেকে চার দিনের মধ্যে প্রস্তুত হওয়া উচিত বলে বলেন জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন।

তিনি আরও বলেন, থাইল্যান্ডের ভ্রমণ ব্যবস্থাগুলো এখনও কার্যকর আছে কারণ সমস্ত বিদেশী পর্যটককে একটি নেতিবাচক আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন প্রশংসাপত্র দেখাতে হবে এবং অন্য আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করার জন্য প্রথম রাতটি কোয়ারেন্টিনে কাটাতে হবে।

আনুতিন বলেন, “ওমিক্রনের বিস্তার রোধ করার একমাত্র উপায় হলো ভালো প্রতিরোধমূলক ব্যবস্থা বজায় রাখা এবং ডাবল জ্যাব(ভ্যাকসিন) করা।”

তিনি বলেন, “আমরা লকডাউন আরোপ করব না কারণ দেশটি সবেমাত্র পুনরায় চালু হয়েছে এবং অনেক ব্যবসা পুনরুদ্ধার করতে শুরু করেছে। আমরা চাই মানুষ আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করুক, বিশেষ করে যেহেতু নববর্ষের উৎসব আমাদের প্রায় কাছাকাছি।”

এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুৎ চান ও-চা সবাইকে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে উদ্ধার অজ্ঞাত মরদেহ বাড়ি পৌঁছে দিল গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধনির্বাচন হচ্ছে না সাতবাড়িয়া ইউনিয়নে