হাটহাজারীতে উদ্ধার অজ্ঞাত মরদেহ বাড়ি পৌঁছে দিল গাউসিয়া কমিটি

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ২:৩৮ অপরাহ্ণ

হাটহাজারীতে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় এক মরদেহের পরিচয় পেয়ে গাউসিয়া কমিটি সেটি তার গ্রামের বাড়ির ঠিকানায় প্রেরণ করেছে।

গতকাল সোমবার রাতে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাপ্তাই মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে পড়ে থাকা এক মহিলার মরদেহ দেখতে পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পূর্ব শাখার আওতাধীন ১৫নং বুড়িশ্চর শাখার স্বেচ্ছাসেবক টিমকে অবহিত করে।

খবর পেয়ে টিমের প্রধান মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুরুষ ও মহিলা টিম অজ্ঞাত মরদেহ হিসাবে গোসল কাফনের ব্যবস্থা করে।

পরবর্তীতে মরদেহের পরিচয় পাওয়া গেলে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর বাকলিয়া টিম এ্যাম্বুলেন্সের সহায়তায় উদ্ধারকৃত রাউজানের পাহাড়তলী চৌমুহনীর মৃত কমলেন্দু বড়ুয়ার স্ত্রী সংগীতা বড়ুয়ার(৬০) মরদেহ তার বাড়িতে পৌঁছিয়ে দেয়।

পরে মরদেহটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গ্রামের বাড়িতে সৎকার করা হয়।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সহরোয়ার্দ্দী ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন : মুরাদ হাসান
পরবর্তী নিবন্ধওমিক্রন শনাক্ত হলেও লকডাউন হচ্ছে না থাইল্যান্ড