মেক্সিকোতে বস্তাবন্দি অবস্থায় ২১০ জন অভিবাসীকে ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়। মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, শুক্রবার পুয়েবলা রাজ্যের একটি চেকপয়েন্টে ট্রাকটি থামাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর সেটি ধাওয়া করে টেকামাচালকো শহরের কাছে আটক করা হয়। ট্রাকের দরজা খুলে গদি ও ঘরে তৈরি ফ্যানের মধ্য থেকে নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করা হয়। এর আগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে কর্তৃপক্ষ ট্রাকের দুটি ট্রেলারে ছয়শ অভিবাসীকে খুঁজে পায়। গত কয়েক বছরে মেক্সিকোতে অভিবাসী সংকট তীব্র আকার ধারণ করেছে। লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর আমেরিকার দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছে হাইতির অভিবাসীরা। তারা এখন উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চাইছেন।