বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা আয়োজিত ‘স্তন ক্যান্সার ও হোমিওপ্যাথিক প্রতিবিধান’ বিষয়ক সেমিনার অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যের সভাপতিত্বে গত শুক্রবার চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাহোপ মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন ডা. সাধন চন্দ্র পাল, ডা. এনামুল হক এনাম, ডা. আব্দুর রহমান, ডা. এস এম রবিউল হোসাইন, ডা. সাকিনা আক্তার লাকী, ডা. এম এ গণি, ডা. মো. মহসিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. তানজিনা জাফরিন তানিয়া। প্রেস বিজ্ঞপ্তি।