ঢাকা এবং চট্টগ্রামের আশি ভাগ বিল্ডিং ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে আছে। ১০ থেকে ১৫ বছরের পুরানো ৮০ থেকে ৯০ ভাগ বিল্ডিং ভূমিকম্প প্রতিরোধ করে তৈরী করা হয়নি। এজন্য ভবনের মালিক অনেকাংশে দায়ী। অনেক সময় ভবন মালিক ইঞ্জিনিয়ারকে বাধ্য করেন রড় কম দেওয়ার জন্য। মালিক মনে করে যে ইঞ্জিনিয়ার রড় কম দিবে সেই ইঞ্জিনিয়ার খুব ভাল। আবার অনেক ইঞ্জিনিয়ার ভাই মালিকের কাছে ভাল সাজার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মালিকের কথা অনুসারে ডিজাইন করে। ফলাফল হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম শহর দিন দিন মৃত্যুপুরীতে পরিণত হওয়ার অপেক্ষায় আছে। আমাদেরকে অনেক সময় প্রশ্নের সম্মুখিন হতে হয় অমুক বিল্ডিং এ রড় কম, আমার বিল্ডিং রড় বেশি কেন? তখন মালিক কে বুঝাতে খুব কষ্ট যে অমুক বিল্ডিং ভূমিকম্প প্রতিরোধক করে তৈরী হয় নি।
বাংলাদেশ সরকার যদি এখনই এই বিষয়ে দৃষ্টি না দেয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে তা আল্লাহ তায়ালা ভালো জানে।সরকারের পক্ষ থেকে এমন আইন করা উচিত, যাতে দেশের সমস্ত পুরাতন বিল্ডিং এর ডিইএ রিপোর্ট তৈরী করা সাপেক্ষে রেট্রোফিটিং করে বিল্ডিং কে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে গড়ে তুলা। বর্তমানে যাহা সমস্ত গার্মেন্টসের ক্ষেত্রে করা হয়। ডিইএ রিপোর্ট না থাকলে বিদেশিরা ঐ গার্মেন্টস এ বিনিয়োগ করে না। গার্মেন্টসের জন্য আইন করতে পারলে আবাসিক ভবনের জন্য আইন করতে না পারার কোন কারন নাই।
যদি এ পদ্ধতি অবলম্বন করে তাহলে হয়ত আমরা কিছু ঝুঁকি এড়াতে পারব।