এ কে আজাদকে সভাপতি, এএসএম শহীদুল্লাহ খানকে সহ-সভাপতি ও মহিউর রহমান চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচন করে ২০২২ ও ২০২৩ সনের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন নোয়াবের প্রাক্তন সভাপতি মতিউর রহমান ও মাহফুজ আনাম। এছাড়াও তাসমিমা হোসেন, এম এ মালেক, মোজাম্মেল হক, তারিক সুজাত, দেওয়ান হানিফ মাহমুদ, এম শামসুর রহমান, আলতামাশ কবির প্রমুখ কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বহাল রয়েছেন। রিয়াজউদ্দিন আহমেদ, এএমএম বাহাউদ্দীন ও শাহ হোসেন ইমাম সমন্বয়ে গঠিত নোয়াবের তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের পক্ষে রিয়াজউদ্দিন আহমেদ গতকাল শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।