বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব শুরু

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে মহাকাল নাট্য সমপ্রদায়ের আয়োজনে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ১১ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’র মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে এ উৎসবের নাটকগুলো মঞ্চায়ন করা হবে। এর আগে শুক্রবার বিকেলে হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। খবর বাংলানিউজের।
এছাড়া পুরো উৎসব জুড়ে থাকবে ঢাকা ও ঢাকার বাইরের ১৪টি নাট্যদলের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চসফল নান্দনিক নাটক মঞ্চায়ন। উৎসব উপলক্ষ্যে জাতীয় নাট্যশালার লবিতে একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী পাভেল রহমান এর ছবি নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবন’ স্থিরচিত্র প্রদর্শনী রয়েছে এবং বাংলাদেশ থিয়েটার আর্কাইভস কর্তৃক বাংলাদেশের ৫০ বছরের নাটকের পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনী থাকবে। উৎসবে ’একটি অমিমাংসিত রাজনৈতিক বাস্তবতা: প্রেক্ষিত মহাকালের ঘুমনেই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী লুপর্ণা মুৎসুদ্দির আঞ্চলিক ভাষায় মিউজিক ভিডিও
পরবর্তী নিবন্ধহঠাৎ কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম?