শিল্পী লুপর্ণা মুৎসুদ্দির আঞ্চলিক ভাষায় মিউজিক ভিডিও

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

কণ্ঠশিল্পী লুপর্ণা মুৎসুদ্দির মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কয়েকটি মিউজিক ভিডিও ও অডিও প্রকাশ করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গানের ভিডিও ধারণ, শুটিং, রেকর্ডিংও প্রায় শেষ পর্যায়ে। শিল্পীর নিজের নামে ‘লুপর্ণা মুৎসুদ্দি’ প্রকাশ করা হবে।
জানা গেছে, চট্টগ্রামের মেয়ে লুপর্ণা মুৎসুদ্দি ৯০ এর গণআন্দোলনে গানে গানে প্রতিবাদ জানিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী। সংগীত অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় ও স্থানীয় অনেক সংগঠন সংস্থা প্রতিষ্ঠান থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। চট্টগ্রামের জনপ্রয়ি সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি জানান, আন্তর্জাতিক লালন মঞ্চের শিল্পী হিসেবে সারা দেশে পরিচিতি পেলেও নিজ এলাকা চট্টগ্রামের মানুষের কাছে তিনি সেভাবে পরিচিত হতে পারেনি, চট্টগ্রাম মানুষের দৃষ্টিতে আসার জন্য এবং চট্টগ্রামের মেয়ে হিসেবে নিজকে পরিচয় তুলে ধরতে লালন সংগীতের শিল্পী হিসেবে পরিচিত হলেও এবার আধুনিক গানের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক গানের মিউজিক ভিডিও ও অডিও গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধড. আবু ইউসুফ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দৃঢ়চেতা ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব শুরু