আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম গত বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে নগরীর দেওয়ান বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদে জুমা দেওয়ান বাজারের মাচুয়া ঝর্ণাস্থ ফকির মোহাম্মদ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সরওয়ার কামাল দুলু, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিট্রেট আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।